কুর্স্কে ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের নিষ্কৃতি দেবেন পুতিন

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তাদের কুর্স্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিষ্কৃতি দেবে যদি কিইভ তাদের আত্মসমর্পণ করতে বলে। কুর্স্কে ‘ভয়াবহ গণহত্যা’ এড়ানোর জন্য পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আহ্বান জানানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেছেন। তাদের সেনারা কুর্স্কে ঘেরাও হয়ে গেছে, এমন খবর অস্বীকার করে এটিকে রাশিয়ার মিথ্যা উদ্ভাবন বলে অভিহিত করেছে ইউক্রেন; কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে অভিহিত করেছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি কয়েক হাজার ইউক্রেনীয়র জীবন বাঁচাতে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। কুর্স্কে ওই ইউক্রেনীয় সেনারা পুরোপুরি ঘেরাও হয়ে অরক্ষিত অবস্থায় আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে জোরালোভাবে অনুরোধ করেছি তাদের জীবন যেন রক্ষা করা হয়। এটি ভয়াবহ গণহত্যা হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা কেউ দেখেনি,’ বলেছেন তিনি। গত শুক্রবার নিজের নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন জানান, ট্রাম্পের আবেদন পড়েছেন তিনি। কিন্তু ইউক্রেনীয় সেনারা বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ করেছে অভিযোগ করে সেটি সন্ত্রাসবাদের সমতুল্য বলে মন্তব্য করেছেন তিনি। তার এই অভিযোগ কিইভ প্রত্যাখ্যান করেছে। পুতিন জানিয়েছেন, ট্রাম্প মানবিকতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এটি বুঝতে পেরেছেন তিনি। পুতিন বলেন, এই বিবেচনায় আমি জোর দিয়ে বলতে চাই যদি (ইউক্রেনীয় সেনারা) তাদের অস্ত্র নামিয়ে রাখে আর আত্মসমর্পণ করে, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং আন্তর্জাতিক ও রুশ ফেডারেশনের আইন অনুযায়ী যথাযোগ্য আচরণ করা হবে। খবর বিডিনিউজের। পুতিন আরও জানান, মার্কিন প্রেসিডেন্টের আবেদন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ইউক্রেনের সামরিকরাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের সামরিক ইউনিটগুলোর জন্য অস্ত্র নামিয়ে রাখার ও আত্মসমর্পণের জন্য অনুরূপ একটি আদেশ দেওয়া দরকার। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, তারা যদি তাদের অস্ত্র নামিয়ে রাখতে অস্বীকৃতি জানায়, তাদের নিয়মতান্ত্রিক ও ক্ষমাহীনভাবে ধ্বংস করে দেওয়া হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আড়াই বছর পর গত আগস্টে কুর্স্ক লড়াইয়ের প্রধান একটি ক্ষেত্রে পরিণত হয়। হঠাৎ আক্রমণ চালিয়ে রাশিয়ার নিজের ভূখণ্ডের ওই অংশটি দখল করে নেয় কয়েক হাজার ইউক্রেনীয় সেনা। সাত মাস পর আবার অঞ্চলটি সবার মনোযোগের কেন্দ্রে পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধ৭৪ উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা ইসির