কৃষ্টি প্রচার সংঘ পটিয়ার অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

আধুনিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে সংগঠনের ভূমিকা অপরিসীম। আবহমানকাল ধরে বাংলার বৌদ্ধ কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা রক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষায় যোগ্য নেতৃত্ব ও সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ঈর্ষণীয় ভূমিকা রেখে চলেছে।

গত ১৪ মার্চ পটিয়া সদরে করল বিশুদ্ধানন্দ সর্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত বাবৌকৃপ্র সংঘ পটিয়া উপজেলা শাখার অভিষেক, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংঘের পটিয়া শাখার নব নির্বাচিত সভাপতি সংঘপাল ভিক্ষুর সভাপতিত্বে সভায় আশীর্বাদক ছিলেন সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো।

উদ্বোধক ছিলেন লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, রঞ্জন বড়ুয়া। বক্তব্য দেন, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমীরণ কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন কেমি বড়ুয়া মুক্তা ও অধ্যাপিকা নেভী বড়ুয়া। শুক্লা বড়ুয়া টিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কিশোর বড়ুয়া, অধ্যাপক সত্যানন্দ বড়ুয়া, অনিমেষ বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন নিপুন কান্তি বড়ুয়া। অতিথিবৃন্দ ‘তীর্থ’ নামীয় অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন। পরে পটিয়া উপজেলা শাখার নব নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো। শেষে পটিয়া উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
পরবর্তী নিবন্ধভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন