পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগে ৬ জন শিক্ষকের স্থায়ীকরণ, ৮ জন শিক্ষকের পদোন্নতি ও ৪ জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেওয়া হয়। সভায় স্প্রিং ২০২৪ সেমিস্টারের মোট ৬৫ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক ৩ লাখ ৯১ হাজার ১১৭ টাকার বৃত্তি অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সামার ২০২৪ ট্রাই সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৯৩ জন শিক্ষার্থীকে ২ লাখ ৪০ হাজার ৭৫২ টাকার মেধাবৃত্তি ও স্থায়ী ক্যাম্পাস প্রজেক্টের প্রিকাস্ট সার্ভিস পাইল নির্মাণ এবং ড্রাইভিং কাজের টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশের অনুমোদনও দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও শৃঙ্খলা বিষয়ক অধিশাখা) জহিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর মো. রাশেদ খান মিলন, ইঞ্জিনিয়ার আবদুল হেকিম, ইঞ্জিনিয়ার এ টি এম নূরল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।