বিভাগীয় চ্যাম্পিয়ন চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল। গতকাল শনিবার সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্বের ফাইনালে সানশাইন গ্রামার স্কুল ৫ উইকেটে কুমিল্লা মডার্ন হাই স্কুলকে পরাজিত করে।

টস জিতে আগে ব্যাট করে কুমিল্লা মডার্ন হাই স্কুল। তারা ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফারহান ১৩, আফনান ১৭, তানভির ২৫, জিহাদ ২৮ ও লুৎফুর ২৫ রান করে। সানশাইন গ্রামার স্কুলের বোলারদের মধ্যে আরশাদুল হক ৩১ রানে ৩টি, সামি ২১ রানে ২টি, আওয়ান ১৪ রানে ২ টি, আদিল ২৬ রানে ২ টি ও ইব্রাহিম ৪৩ রানে ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করলে সানশাইনের জয় নিশ্চিত হয়। দলের পক্ষে আরশাদুল হক ১৭, মিফতাহুল ৩৪, মাহির শাহরিয়ার ৫০ এবং জুনায়েদ অপরাজিত ৫৫ রান। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় সানশাইন গ্রামার স্কুলের আরশাদুল হক। ফাইনালের দুই দলই চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধঅতীত স্মৃতি মনে রেখে এবার সেট-পিসে মনোযোগী বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৪০তম সিন্ডিকেট সভা