ইসলামের মূল পাঁচটি স্তম্ভের অন্যতম হলো রমজান মাসে রোজা পালন। যা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ফযিলতপূর্ণ উপহার। ক্ষমা ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ মিলে রমজান মাসে। এ মাসেই নাজিল হয়েছিল মানব জাতির জন্য আলোকবর্তিকা এবং সত্য–মিথ্যার পার্থক্যকারী পবিত্র আল কোরআন। ইসলামে যেসব বিধিবিধান সরাসরি মানুষকে সংযত, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনা ও প্রেরণায় উদ্বুদ্ধ করে, মাহে রমজানের সিয়াম সাধনা তথা রোজা তার মধ্যে অন্যতম। ক্ষমা ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ মিলে এই রমজান মাসে। এই মাসে সমাজ জীবনে রোজাদার ধনী–গরিব ব্যক্তি মিলেমিশে ইবাদত করে একত্রে সমাজবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করেন। এতো কিছুর পরেও কিছু অসাধু মানুষ পবিত্র এই মাসে নানারকম কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভে সচেষ্ট থাকে। যা এই পবিত্র মাসের পবিত্রতাকে বিনষ্ট করে। পৃথিবীর অনেক ইসলাম প্রধান দেশে পবিত্র এই মাসকে কেন্দ্র করে পণ্যের দামে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের দেশে ঘটে এর উল্টোটা। তাই আমাদের সকলের উচিত এই রমজানকে কেন্দ্র করে নিজেদেরকে সংশোধন ও আত্মশুদ্ধি লাভে সর্বোচ্চ চেষ্টা করা। কেননা এই পবিত্র রমজান আত্মশুদ্ধি ও নিজেদের দোষ ত্রুটি চিহ্নিত করে তা সংশোধন এক মহা সুযোগ।