কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাবের সমালোচনা

আজাদী ডেস্ক | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:২৪ পূর্বাহ্ণ

ঢাকায় আর্ট কলেজের ছাত্রশিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ মার্চ সভা করেন। সভা শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন নেতৃত্বে মিছিল বের হয়। শাসনতন্ত্র প্রণয়নের আগে কোয়ালিশন সরকার গঠনে পিপিপি চেয়ারম্যান ভুট্টোর প্রস্তাবের তীব্র নিন্দা ও সমালোচনা করে এদিনও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা বিবৃতি দেন। বাংলাদেশে পশ্চিম পাকিস্তান থেকে সেনা ও অস্ত্র পরিবহনের কাজে শিপিং কর্পোরেশনের জাহাজ ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে করাচিতে করপোশেন কার্যালয়ে চিঠি দেন দুজন পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধগণপরিষদের মাধ্যমে সংস্কার না হলে টিকবে না : নাহিদ
পরবর্তী নিবন্ধনগরের আট সরকারি স্কুলে নির্মাণ হচ্ছে নতুন ভবন