তর্কাতর্কির জের ধরে নিজ দলের কর্মীদের মারধর, যুবকের মৃত্যু

হলদিয়া ইউনিয়ন বিএনপি

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:১০ পূর্বাহ্ণ

রাউজানের হলদিয়া ইউনিয়ন বিএনপির অন্তঃকোন্দলে এক পক্ষের মারধরে কমর উদ্দিন (৩৭) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি এক মাস আগে প্রবাস জীবন থেকে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। নিহত কমর উদ্দিন ওই ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মনুপেঠান তালুকদার বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। এক কন্যা ও দুই সন্তানের জনক তিনি।

জানা যায়, গত শুক্রবার স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় আমীরহাট সবজি বাজার এলাকায় ওই ইফতার মাহফিল আয়োজন নিয়ে তিনি সমালোচনা করেন। এ কারণে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তার উপর কয়েকজন চড়াও হয়ে কিলঘুষি মারতে শুরু করেন। এসময় তিনি মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ঘটনা শুনে আমি সেখানে যাচ্ছি। জেনে বিস্তারিত জানানো যাবে।

উল্লেখ্য, ঘটনায় জড়িত দুই পক্ষই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদেরের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধজাকাত সংগ্রহ ও বণ্টনে রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশে শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ