নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২১ ব্যবধানে হেরে যাওয়ায় আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের সেরা ছয়ে থাকতে পারেনি বাংলাদেশ। যে কারণে আগামী অক্টোবরনভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। গতকাল শুক্রবার সেই বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি। এ পর্বে অংশগ্রহণ করবে ৬টি দল। এর মধ্যে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব খেলছে নারী চ্যাম্পিয়নশিপে ৭১০ নম্বরে শেষ করায়। থাইল্যান্ড ও স্কটল্যান্ড বাছাইপর্ব খেলার সুযোগ পাচ্ছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়। ৯ থেকে ১৯ এপ্রিলের মধ্যে ১৫ ম্যাচের এ বাছাইপর্বের সবগুলো খেলাই হবে পাকিস্তানের লাহোরের দুটি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে : খসরু
পরবর্তী নিবন্ধবদলি নেমে মায়ামিকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন মেসি