ইনার হুইল ক্লাব : নারী আর মানুষের কল্যাণেই নিবেদিত

ডেইজী মউদুদ | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মানবসেবা আর পরস্পরের মাঝে বন্ধুত্ব এবং ফেলোশীপ এর মহান ব্রত নিয়ে ইনার হুইল ক্লাব চিটাগাং নগরীতে সক্রিয় দীর্ঘদিন ধরেই। ইনার হুইল ক্লাবের কথা এলেই চলে আসে দিলরুবা আপার নাম। যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। চট্টগ্রামে তিনি এই ক্লাবকে প্রতিষ্ঠা করে নানান কর্মসূচি ও তৎপরতার মাধ্যমে চট্টগ্রামকে পরিচিত করেছেন আন্তর্জাতিক অংগনে। ইন্টারন্যাশনাল এই ক্লাব এর মধ্য দিয়ে চট্টগ্রামের নারী সমাজ নিজেদের আলোকিত করেছে। অন্যদের মাঝেও দ্যুতি ছড়িয়েছে। একটি ক্লাবের মধ্য দিয়ে চট্টগ্রামের নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে পরিচিত করেছেন, বিশ্বের বিভিন্ন নারীনেত্রীর সাথে সামিল হয়েছেন একই কাতারে। অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, শেয়ারিং আর ফেলোশিপ এর মধ্য দিয়ে নিজেদেরকে বন্দী করেছেন অন্য এক নিগড়ে। আর আন্তর্জাতিক মেলবন্ধনের নেপথ্য কারিগর হলেন দিলরুবা আহমেদ। যার কথা লিখতে গেলে অনেকভাবেই বলতে হবে। তিনি শিক্ষক, দক্ষ সংগঠক, নারী নেত্রী, উদার ও বড় মনের এক মানুষ। ইনার হুইল ক্লাবকে সূচনালগ্ন থেকে নানামুখী কর্মকান্ডের মধ্য দিয়ে তিনি সরব রেখেছিলেন। নিজে কাজ করেছেন। অন্যদের কাজ করতে উৎসাহিত করেছেন। যে কোন অনুষ্ঠানকে কিভাবে নান্দনিক ও সুন্দর করা যায়, অর্থাৎ সাকসেসফুল প্রোগ্রাম উপহার দিতে উনার জুড়ি মেলা ভার। উনার জন্য অজস্র শুভ কামনা। সেদিন উনার হাতে গড়া ক্লাবে ইনার হুইল চিটাগাং এর ক্লাব ভিজিট প্রোগ্রাম উপলক্ষে একটি ছোট্ট অথচ প্রাণবন্ত এক অনুষ্ঠানের আয়োজন করেন ক্লাব প্রেসিডেন্ট শুভ্রা বিশ্বাস। ড্রিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম এই ক্লাবের ই মেম্বার, উনার ক্লাব ভিজিট এবং নারী দিবস উপলক্ষে উনাকে এবং ক্লাবেরই অপর মেম্বার লায়ন গভর্নর কোহিনুর কামালকে সম্মানিত করা হয়। চিটাগাং ক্লাবের আলো আঁধারি মিলনায়তনে মেম্বার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা দিয়ে চেয়ারম্যানকে বরণ করে নেন। এরপর একে একে সম্মানিত করেন ক্লাবের সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা নারীদের। ক্লাব ভিজিট উপলক্ষে ৫টি প্রজেক্ট সম্পন্ন করেন ক্লাবের যোগ্য ও দক্ষ প্রেসিডেন্ট শুভ্রা বিশ্বাস। তিনি স্বাগত বক্তব্যে এসব প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ইনার হুইল ক্লাব এর কাজ সেবার হাত প্রসারিত করা। সেবামূলক কাজে এবার এই ক্লাব মা ও শিশু হাসপাতালে অনুদান, কিডনি রোগীর চিকিৎসার্থে সহায়তা প্রদান, বয়স্ক রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান, ফ্রি ফ্রাইডে ক্লিনিকে অনুদান এবং একজন গৃহকর্মীকে ঘর তৈরি করার জন্য সহায়তা প্রদান করা হয়। এসব কর্মকান্ডে চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে এই ক্লাবের মেম্বার হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করেন। ক্লাবের সব মেম্বারদের সাথে একসাথে পথ চলেই তিনি আজকের পদে আসীন হয়েছেন উল্লেখ করে তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই মনোভাব ব্যক্ত করেছেন লায়ন গভর্নর কোহিনুর কামাল। অনুষ্ঠানে ফেলোশিপ কেক কাটা, বুলেটিন তরঙ্গের মোড়ক উন্মোচন এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। ক্লাবে প্রেসিডেণ্ট শুভ্রা বিশ্বাসের আবৃত্তি, অন্য মেম্বারদের নাচ আর গানের তালে তালে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সবশেষে মজাদার মেনুতে রসনায় তৃপ্ত হয়ে একঝাঁক আলোকিত নারী আবার কোন এক উপলক্ষে মিলিত হবার বাসনায় ঘরে ফেরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়র নেত্রী রোজী আহাদ, চট্টগ্রামের দিলরুবা আহমেদ, তাহমিনা সিদ্দিকী, খালেদা আউয়াল, বৈশাখী মেন্ডিজ, রেহেনা খান, লক্ষী ধরসহ অনেক ইনার হুইলের নেত্রী। ধন্যবাদ ক্লাব প্রেসিডেন্ট শুভ্রাকে। এমন চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার এখন কাজীর দেউড়ি বাজারে
পরবর্তী নিবন্ধনারীকে তার উপযুক্ত সম্মান দিন