গতবারের ১০ টাকার ইফতারের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরো মাসব্যাপী গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে কোরআনের হাফেজ ও শ্রমজীবী মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন নগরীর সিটি করপোরেশনের ৯ ও ১০নং ওয়ার্ডের আশপাশে হেফজখানা ও এতিমখানায় এবং পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কের শ্রমজীবী মানুষদের নিয়ে পুরো রমজান মাসব্যাপী এই প্রজেক্ট চলমান থাকবে।
আয়োজনে একজন রোযাদারের জন্য ইফতার সামগ্রী হিসেবে থাকছে খেজুর, আলুরচপ, বেগুনি, পিয়াজু, ২৫০ গ্রাম ফিন্নি, ১০০ গ্রাম ছোলা, ১০০ গ্রাম জিলাপি ও কলা।
এতে আয়োজকরা বলেন, পবিত্র মাহে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি দয়া ও মানবতার সেবার এক অনন্য সুযোগ। সমাজের অনেক মানুষ প্রতিদিনের ইফতার ও সেহরির নিশ্চয়তা পান না। তাদের মুখে হাসি ফোটানোই হতে পারে আমাদের সেরা এবাদত। প্রেস বিজ্ঞপ্তি।