বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আল কোরআনের নির্দেশনা মোতাবেক তাকওয়াভিত্তিক সমাজই বাংলাদেশের মুক্তির গ্যারান্টি। আল্লাহর ভয় ও স্রষ্টায় জবাবদিহিতার মানসিকায় কেবল সমাজকে অপরাধমুক্ত করতে পারে। ইসলাম প্রতিষ্ঠিত হলে আছিয়াদের এভাবেই পৃথিবী থেকে বিদায় নিতে হতো না। তিনি আরও বলেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। এবার এদেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে অতীতের জুলুমের জবাব দিতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বিদেশে সম্পদ পাচার করতে পারে না। লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
গতকাল নগরীর নিউমুরিং পূর্ব ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়ার্ড জামায়াতের সভাপতি জিএম রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম ও ওয়ার্ড আমীর জনাব ওসমান গনি। ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন থানা শুরা সদস্য খায়রুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।