রামপুর ওয়ার্ডে ওমর জাহান ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর সবুজবাগের ওমর জাহান ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হালিশহর ২৫নং রামপুর ওয়ার্ড ঈদগা বালিকা বিদ্যালয়ের মাঠে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর জাহান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সহীদ মোহাম্মদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, হাজী ওমর মিয়া, আমী আক্কাস, মুমিনুল হক মুন্না, মো. সলিমুল্লা, দিদরুল আলম, মো. ইলিয়াস, মো. ইলিয়াস, মো. ইসাকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এতে সহীদ মোহাম্মদ চৌধুরী বলেন, যে ব্যক্তি কোনো অভাবীর অভাবের কষ্ট লাঘব করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের অভাবের কষ্ট লাঘব করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধদক্ষিণ বাকলিয়া বিএনপির দোয়া মাহফিল