রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন ইউএই : রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন ইউএই এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত বৃহস্পতিবার আজমানের কাউছার আল জারপ রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়। আয়োজিত ইফতার মাহফিলে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন ইউএইর সভাপতি ইমন মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা এনাম চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি মোহাম্মদ আবুল বাশার, কমিউনিটি নেতা মো: রাজা মল্লিক, আরিফ মাহমুদ উল্লাহ, মোহাম্মদ হুমায়ুন কবির, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম চৌধুরী, আলতাব হোসেন, আবুল কাশেম, শাহাব উদ্দিন, আব্দুর রশিদ, মোহাম্মদ লোকমান, শামীম আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দিন গাজী, মো: নাসির উদ্দিন, সুমন আহমেদ, মাকসুদুর রহমান বিপ্লব, মোহাম্মদ ওমর ফারুক, সালাহউদ্দিন আরিফ, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, আতিকুর রহমান, মনির হোসেন, মোহাম্মদ দুলাল সরকার, মোঃ শাহ আলম, আল মাহমুদ সবুজ, আব্দুল মান্নান, মাহমুদ আলম, দেলোয়ার আহমেদ শামীম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার করিমুল হক, কামাল হোসেন সুমন, নাজমুল হোসেন সাইদ, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদার, মামুনুর রশিদ, আল মাহমুদ সবুজ, শাহ আলম, মাহমুদ আলম, আলাউদ্দিন নিলয়, মোহাম্মদ মান্নান, ইব্রাহিম আজাদ, শরিফুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন মুফতি মাসুম বিল্লাহ।
৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবদল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত রবিবার চাক্তাই রাজাখালী আলহাজ্ব আমির হোসেন সওদাগর জামে মসজিদে এ আয়োজন করা হয়। ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা হাজী নুরুল আকতার। এতে বিশেষ অতিথি ছিলেন একে এম পেয়ারু, জসিম উদ্দিন মিন্টু, এস এম মফিজ উল্লাহ, সাইফুল ইসলাম সেলিম, ইকবাল হোসেন সম্রাট, ফেরদৌস ওয়াহিদ, আবুদল খালেক, নুরুল আলম মজনু, ইদ্রিস আলম, মো. রিয়াদ, মো. ইউনুছ, মো. রিমন, মো. নাছির উদ্দিন, আবদুর রহিম সওদাগর, আবুল কাশেম, আবুদছ ছত্তার, মো. জামাল, মো. মিজান, মো. রুবলে, সেকান্দর, মো. জামাল ও জাহেদুল ইসলাম টিটু।
আনোয়ারা উপজেলা জামায়াত : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি মাস্টার আবুল হাসান খোকার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আনোয়ারা–কর্ণফুলী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ্, বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আনোয়ারা বিএনপির ইফতার মাহফিল : আনোয়ারা প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আনোয়ারায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউল করিম চৌধুরী জকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এম. হাসান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য বদিউল আলম, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাবেক প্রচার সম্পাদক ইউনুচ চৌধুরী, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদরুল হক চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মো. জাফর, শহিদুল ইসলাম, মো. ইদ্রিচ, নাজিম উদ্দিন, ইকবাল হোসেন শিপু, এডভোকেট মো. ওয়াহিদ, ইকবাল হোসেন জুয়েল, আলমগীর, বাহাদুর, আব্বাস নুর প্রমুখ।
রক্তের সন্ধানে বাঁশখালী : বাঁশখালীর রামদাশ মুন্সিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালীর উদ্যোগে ইফতার এবং সংগঠনের প্রধান কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল প্রধান কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন ডা. মোহাম্মদ আমজাদ হোসেন। এ সময় তিনি বলেন, গত ২০১৭ সাল থেকে ছাত্ররা যে মহান উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের আরো বেশি দায়িত্ব নিতে হবে। মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও সরবরাহের পাশাপাশি বাঁশখালীবাসীর যে কোন বিপদ–আপদে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী মফিজুর রহমান, ডা. মোহাম্মদ আসিফুল হক, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ মোর্শেদ, সমন্বয়ক মিশকাতুর রহমান চৌধুরী, মো. খোরশেদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ বোরহান প্রমুখ। পরে প্রতিষ্ঠানের সদস্যদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইপিজেড ইসলামী আন্দোলন : ইপিজেডে ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান শীর্ষক আলোচনা ইফতার ও উপদেষ্টা পরিচিতি সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখা। বুধবার ১১ই রমজান ইপিজেড কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় থানা সভপতি মো: মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি জান্নাতুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আমজাদ হোসেন, এড. পারভেজ তালুকদার, মুহাম্মদ হেমায়েত হোসেন কন্ট্রাক্টর, মুহাম্মদ আক্তারুজ্জামান আরজু, হাজী মুহাম্মদ নুরুল করিম বাবুল চৌধুরী, হাফেজ মুহাম্মদ মাহামুদুল হাসান, মুহাম্মদ জাফর, মুহাম্মদ জামাল হোসেন, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল আউয়াল, মুহাম্মদ আব্দুল মাজেদ, মুহাম্মদ জাহিদ হাসান, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ রকিবুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম লিটন, মুহাম্মদ ইয়াছিন আরাফাত, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
পটিয়া বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, জাতীয় নির্বাচন নিয়ে হুঙ্কার ছাড়লেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে বিএনপি নেতাকর্মীরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বৃহস্পতিবার পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে পটিয়া পৌরসভা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ হুঙ্কার ছাড়েন। দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মো: ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহেদুল হক, জসিম উদ্দীন মাস্টার, আবদুল জলিল চৌধুরী, আবদুর রাজ্জাক, ইদ্রিচ পানু, নাজমুল হোসেন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, আবচার উদ্দিন সোহেল, মিশকাত আহমদ, ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন, গাজী মনির, আবুল মনছুর আজাদ, ফরিদ আহমদ, গাজী জমির উদ্দীন মানিক, শাহনুর মিয়া, রবিউল হোসেন বাদশা, হাশমত আলী, জাহেদ খোকন, জসিম উদ্দীন, মির্জা ইব্রাহিম, আরিফ উদ্দিন, ফরহাদ তাজবিদ, ইফতেখার নোমান, শাহিনুল হক, রিদোয়ান আরিফ প্রমূখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রাম : বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সমিতির সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে গতকাল চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। সমিতিন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক উপসচিব কাজী নাজিমুল ইসলাম, কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা কবির উদ্দীন ভুঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা লায়ন ডাঃ সুভাষ চন্দ্র সুত্রধর। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম মহিউদ্দীন বাবুল, শাহ আলম, খন্দকার মোঃ বিল্লাল হোসেন, মোস্তাফা তালুকদার, ফজলুর রহমান মজুমদান স্বপন, এড. আহসান উল্লাহ, মোশাররফ হোসেন মজুমদার, ইউছুফ মজুমদার, শাহ আলম, মোস্তাফা তালুকদার, জসিম উদ্দীন প্রমুখ। এতে দোয়া ও মুনাজাত করেন কাজী নাদিরুজ্জামান।