বিভিন্ন স্থানে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশন : ফিরিঙ্গিবাজারস্থ এয়াকুব আলি দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে দরিদ্র ও রোজাদার রিকশাচালকদেরকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। নিষ্ঠার প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইনের নেতৃত্বে উক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় আজীবন সদস্য এসএম জলিল সওদাগর, কামরুদ্দিন ছিদ্দিক, ইসি সদস্য মাওলানা ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা সুলতানুর রশীদ, জাকারিয়া আলম, আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এসএম জলিল সওদাগর। ড. নুর হোসাইন বলেন, জীবনজীবিকার তাগিদে এবং পরিবারের খরচ মেটাতে রিকশা চালিয়েও যারা সিয়াম সাধনা করেন তাদের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এমন খেটেখাওয়া ঈমানদার মানুষের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব।

শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ : সাতকানিয়ার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে বাজালিয়া ও পুরাণগড় ইউনিয়নের অর্ধশত অসচ্ছল ও গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি লায়ন মো. খোরশেদ আলী, সাধারণ সম্পাদক লায়ন মো. নিজাম উদ্দিন মিজান, সহসভাপতি নাজিম উদ্দিন, লায়ন মো. আমান উল্লাহ, উপদেষ্টা সদস্য জোবায়েদ এরফান চৌধুরী টিটু, সহসভাপতি ফয়সাল মো. গিয়াস উদ্দিন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, লায়ন মো. মিজানুল হক হিরু, সমাজসেবা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আরাফাতুল ইসলাম, তানজিমুল ইসলাম, আহসান উল্লাহ সানি, আবদুল আজিজ ও নাজমুস সাকিব।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও দুঃস্থ পরিবারের কাছে ইফতার সামগ্রী বিতরণ করেছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এক কিলোমিটার বাদশাহ চেয়ারম্যান ঘাটা কমিটি শাখা। গতকাল শুক্রবার বিকেলে এককিলোমিটার ওমর ফারুকের বাড়িতে আয়োজিত এক ছোট অনুষ্ঠানে এসব সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কর্ম বিষয়ক সম্পদক মো. সাইদুল ইসলাম। উদ্বোধন করেন বাদশা চেয়ারম্যান ঘাটা মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এক কিলোমিটার বাদশাহ চেয়ারম্যান ঘাটা কমিটি শাখার সভাপতি জাবেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুজ্জামান আশরাফ। বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান কমিটির সাধারন সম্পাদক রিজোয়ানুল হক রিজু, সাবেক সভাপতি মো. আব্দুর রাজ্জাক, মো. সেলিম, কমিটির উপদেষ্টা আহসানুল কবির রিটন, মো. ইমরান। পরে আগতদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন অতিথিরা।

নগর যুবদল : যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি (চট্টগ্রাম বিভাগীয়) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ গতকাল শুক্রবার বায়েজিদ বোস্তামী থানা যুবদল, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও ২নং জালালাবাদ ওয়ার্ডের শ্যামল ছায়া ইউনিট যুবদলের উদ্যোগে তিনটি পৃথক পৃথক স্থানে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় মুহাম্মদ শাহেদ বলেন, পবিত্র রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা একটি ফজিলত পূর্ণ আমল। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের সাবেক আহ্বায়ক অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন রাসেল, এরশাদ হোসেন, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দীন মুকুল, হাফেজ কামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম বাবু, ওবায়দুল, সাহাবুদ্দীন, মঈন সিদ্দিকী নিক্কী, মোহাম্মদ সবুজ, সাইফুল ইসলাম, পারভেজ, সাজু, জাহেদ, রাব্বানী, শহীদ, ওমর সহ যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক, মোঃ শফিউল বাশার শামু, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, শিমুল, নাবিদ, মেহেদী প্রমুখ।

৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম৯ সংসদীয় আসনের নেতা আলহাজ্ব মোঃ শামসুল আলম এর পক্ষ থেকে মঙ্গলবার অসহায় মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক সিহাব উদ্দিন মুবিন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবে সহ সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম। সঞ্চলনায় ছিলেন কোতোয়ালী থানা যুবদরের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম, হাজী মো. ইদ্রিস, সালাউদ্দিন, আবদুল মান্নান, আবুদস শুক্কুর, ইউসুফ, সাদেক, দিদারুল আলম, সলিমুল্লাহ টিপু, নূরুন্নবী চান, দোস্ত মো. মানিক, আবদুল্লাহ আল নোমান, বায়েজিদ মাহমুদ, সোলাইমান রনি, মাহফুজুল হক লিংকন, ইলিয়াছ ও তসলিম উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

গণতান্ত্রিক যুব ও সেচ্ছাসেবকদল: চট্টগ্রাম মহানগর এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুবদল ও গণতান্ত্রিক সেচ্ছাসেবকদলের উদ্যোগে নগরীর রেয়াজুদ্দিন বাজারে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর এলডিপির সিনিয়র সদস্য নুরুল আসগর চৌধুরী। সেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সায়েদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি আজহারুল ইসলাম অপু।

সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রানা, যুবদলের তৈয়ব, আবুল কালাম, ইউসুফ, মোরশেদ, মারুফ, সেচ্ছাসেবক দলের শাহাবুদ্দিন, শারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড়ে দোলযাত্রা উৎসব উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল