নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পরমেশ্বর লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শুক্রবার (১৪ মার্চ) অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু, সহ–সভাপতি আশুতোষ বিশ্বাস, উজ্জ্বল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ টুটুল, রুভেল দে, মিহির কান্তি দে, শৈবাল ভৌমিক, এড. নিখিল কুমার নাথ, শিমুল মুহুরী, দীলিপ দাশ, রাজীব চক্রবর্তী, সিদ্বার্থ শংকর দাশ সিধু, কুমার বিশ্বাস, অসিম কুমার ধর, রাজীব বণিক রাজু, এস প্রকাশ পাল, আশিষ আচার্য্য, বিপ্লব দে, কণা দেব বর্মন, অঞ্জন দাশ, বিপুল দাশ, রনজিত শীল, রাকেশ ধর, রুবেল দাশ, সাজু তালুকদার, রুবেল চৌধুরী, অপু দাশ, আনন্দ দাশ, অন্তু মিত্র, শুভ দত্ত, অমিত বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।