কেউ যদি আপনাকে এড়িয়ে চলে, অবহেলা করে, আপনাকে তুচ্ছ ভাবে তবে তার কাছে আপনি নিজের মূল্য খুঁজতে যাবেন না। তাকে তার মত থাকতে দিন, তার সাথে দূরত্ব বাড়িয়ে দিন। কারণ তাকে আপনি আপনার সবকিছু সপে দিলেও তার কাছে আপনি মূল্যহীনই থাকবেন। বরং ওই মানুষগুলোর পাশে থাকেন, যে মানুষগুলো আপনার ওপর ভরসা রাখে। আপনার আবেগ অনুভূতিগুলোর মূল্য দেয়। পৃথিবীতে আপনাকে অবহেলা অবজ্ঞা করার মানুষ যেমন আছে, ঠিক তেমনি আপনাকে ভালোবাসার মানুষও আছে। মনে রাখবেন সব মানুষ সবকিছু ধরে রাখার ক্ষমতা রাখেন না। সব মানুষের মূল্য সব মানুষ বুঝবে না এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে আপনি মূল্যহীন। আপনার মূল্য অবশ্যই আছে, যে আপনাকে বুঝতে পারবে তার কাছে আপনি এক অমূল্য সম্পদ। শত রাগ অভিমান হলেও সে আপনাকে কখনোই অবহেলা করবে না আপনাকে ছেড়ে যাবে না। আর ওই মানুষগুলোকে আঁকড়ে ধরে রাখেন, কখনোই হারিয়ে যেতে দেবেন না।