ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড

তোষাদ রায়হান | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলার নারীরা কেন আজ

নিরাপত্তাহীনতায় করছে হাহাকার

এই দেশেতো এখন নাই বর্গী লুটেরা

নাই কোনো বর্বর পাক হানাদার।

 

কেন আজকালের পত্রিকা সব

ধর্ষণের খবরে ভরা?

কেন ধর্ষকরা ধর্ষণ করেও

পেয়ে যায় ছাড়া?

 

বিচার যদি হয় কোনো মতে একটার

ধর্ষণতো ঘটছে হাজার

ধর্ষকের উৎপাতে বাংলা হয়েছে আজ

নারী ধর্ষণের বাজার।

 

কতো ধর্ষক ঘুরছে হাটে বাজারে

তাদের অনেকে বিভিন্ন পদে আসীন

অথচ এই বাংলায় অধিকার নাই তাদের

মুক্ত বাতাসে বাঁচার একটাও দিন।

 

ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড

আর সেটা কার্যকর হোক দ্রুত

তা না হলে ধর্ষকের উৎপাত বেড়ে যাবে

ধর্ষণ বাড়বে আরো ততো।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা বন্ধ হোক
পরবর্তী নিবন্ধমূল্য দেওয়া মানুষের পাশে থাকা উচিত