ছাদ থেকে নিচে পড়ে রডবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে রঞ্জন নামের ৭ বছর বয়সী এক শিশু মারা গেছে। গতকাল দুপুর ২টার দিকে আজিজ বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন পটুয়াখালী জেলার বাবলু সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী জানান, আমরা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ২৫ হাজার হতদরিদ্রদের মাঝে কেডিএস গ্রুপের চাল সহায়তা