রোজার বাজার স্থিতিশীল রাখতে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী ও বাকলিয়া বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার।
এ সময় বিএসটিআইর লাইসেন্স ছাড়া একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাজীরহাট বাজার, কালুরঘাটে মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও মো. আসিফ জাহান সিকদার। অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।
এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।