রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৮:১৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর তিনটার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

তাঁর নাম শোয়াইব ইসলাম (১৭)। সে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণর বাণিজ্য বিভাগের ছাত্র এবং তার বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে।

বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গণিত বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকেত মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চাঁদা তুলতে গিয়ে ‘জিনের বাদশা’ আটক
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গাদের ইফতার মাহফিলে পদদলিত হয়ে একজনের মৃত্যু