সাতকানিয়া-লোহাগাড়া প্রবাসী পরিষদ মক্কার ইফতার মাহফিল

ষড়যন্ত্র করে জামায়াত নেতৃবৃন্দের যে ফাঁসি হয়েছে তার বিচার করে নির্বাচন : শাহজাহান চৌধুরী

তারেক আজিজ চৌধুরী, সৌদি আরব | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশকে সংস্কার করতে হবে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের হত্যার বিচার হবে। তারপর বাংলাদেশে অন্য কর্মসূচি বা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি পবিত্র নগরী মক্কায় সাতকানিয়া লোহাগাড়া পরিষদ মক্কা ও মক্কা প্রবাসী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাতকানিয়া-লোহাগড়া প্রবাসী পরিষদ মক্কার সভাপতি মুরিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রাসেল এবং দায়িত্বশীল নাজিম উদ্দীনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা করেন -মাওলানা মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল্ ফারুখ, হাফেজ এম এ বাকী, ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুব আলী, এম এ মান্নান, মাওলানা আবুল হোসাইন, ডক্টর কামরুল হাসান শাহীন, ফরহাদ এইচ রেজা সহ অন্যান্যরা।

দীর্ঘদিন পর মক্কায় নগরীতে সাতকানিয়া লোহাগাড়া সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে পেয়ে এবং ওনার সম্মানে ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চাঁদা তুলতে গিয়ে ‘জিনের বাদশা’ আটক