ট্রেন ছিনতাই ঘটানো হয়েছে আফগানিস্তান থেকে

অভিযোগ পাকিস্তানের

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করা এবং লোকজনকে জিম্মি করার ঘটনার কলকাঠি নেড়েছে আফগানিস্তানে থাকা জঙ্গিরা। জিম্মিদের উদ্ধারে ৩৬ ঘণ্টার অভিযান শেষের পর বুধবার পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে এমন অভিযোগ করেছে। এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ছিনতাই করে। সে সময় ট্রেনটি বেলুচিস্তানের দুর্গম পার্বত্য এলাকা দিয়ে ৪ শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল।

বুধবার রাতে জিম্মি উদ্ধার অভিযান শেষের পর পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, নিরাপত্তা বাহিনী ৩৩ জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ২১ জন যাত্রী নিহত হয়েছেন। খবর বিডিনিউজের।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণমাধ্যম ও জনসংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ট্রেনে হামলার ঘটনায় পুরো সময়টিতেই আফগানিস্তানে অবস্থান করা জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। গোয়েন্দা প্রতিবেদনগুলোতেও দ্ব্যর্থহীনভাবে এটি নিশ্চিত হয়েছে যে, আফগানিস্তানে থাকা সন্ত্রাসী চক্রের নেতারা পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনটিতে হামলা সংঘটিত এবং পরিচালনা করেছেন, যারা গোটা ঘটনাতেই সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন, বলা হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, পাকিস্তান আশা করে, অন্তর্বর্তী আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জঙ্গিদেরকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

আইএসপিআরএর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরিফ চৌধুরি দুনিয়া নিউজ টিভিতে বলেন, ট্রেন ছিনতাই ঘটনার পর পাকিস্তানের খেলার নিয়ম বদলে যাবে। তিনি বলেন, যেই এমন ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তাকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনা খেলার নিয়ম বদলে দিয়েছে। আমরা কাউকেই বিদেশি মদদদাতাদের হয়ে পাকিস্তানিদের ওপর হামলা চালাতে দেব না।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনীয় বাহিনী হটিয়ে সেনারা শিগগিরই কুর্স্ক পুনর্দখল করবে : রাশিয়া
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদ থেকে ভাসমান লাশ উদ্ধার