কিডনি রোগীদের দ্রুত চিকিৎসার উপর জোর দেয়ার আহ্বান

চমেক হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন’এই প্রতিপাদ্যকে সামনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। এ উপলক্ষে গতকাল সকালে চমেকের নতুন একাডেমিক ভবনের কনফারেন্স হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‌্যালি চমেক হাসপাতালের আশপাশে প্রদক্ষিণ করে। এছাড়া হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। চমেক হাসপাতালে নেফ্রোলজি বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করেছে।

চমেক হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও কিডনি রোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ কাসেম, অধ্যাপক ডা. এ এম এম এহতেশামুল হক, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী মো. মনোয়ারুল করিম বাবর। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. ফয়েজুর রহমান। এছাড়া প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোজান্না বিনতে কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মেরিনা আরজুমান্দ। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কিডনি রোগীদের দ্রুত চিকিৎসার উপর জোর দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিউল হায়দার রুশনী ও ডা. রফিকুল হাসান। অনুষ্ঠানে নেফ্রোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধহার্ট ফাউন্ডেশন পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক