২০ রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

শিল্প খাতের শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতাসহ সকল পাওনা ২০ রোজার মধ্যে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে এক তথ্যবিবরণীতে জানিয়েছে সরকার। এছাড়া মালিকপক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তুলে ধরে গতকাল বৃহস্পতিবার দেওয়া তথ্যবিবরণীতে বলা হয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় দৃষ্টি রাখবে। এছাড়া শিল্প কারখানা এলাকায় ২৮ ও ২৯ মার্চ শুক্রশনিবারও সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

মঙ্গলবার সকালে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর টঙ্গী এরশাদনগর এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকাময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তার আগে রোববার সন্ধ্যায় ঢাকার সাভারে বকেয়া বেতনের ভাতার দাবিতে ঢাকাআরিচা মহাসড়কে উপজেলার উলাইল বাসস্ট্যান্ড এলাকার প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধনগরে শিশু আছিয়ার গায়েবানা জানাজা