ফটিকছড়ি জামায়াত : জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি পৌরসভার সিএনজি শ্রমিক ও নারী শ্রমিকদের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। ইফতার সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার। জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গাজী বেলাল, পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল, পৌরসভা সেক্রেটারি তারেক, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরী, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, মাওলানা আলী হোসেন, গিয়াস উদ্দিন রুবেল, শিবির নেতা ইসমাঈল, লেলাং শ্রমিক নেতা সেলিম, যুবনেতা জামশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় নিয়াজ খান বলেন, প্রথম পর্যায়ে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী (চাল, ছোলা, চিনি, তেল, পিয়াজ ও আলু) বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরো বিতরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার অংশ হিসেবে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, বিএনপি নেতা আব্দুল হালিম, আজাদ, সিরাজুল মোস্তফা, এ এস এম নাছির, আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, সালেহ আহমদ, শ্রমিক দল নেতা আবু তাহের, জাহাঙ্গীর, আব্দুল নুর, যুবদল নেতা ফারুক, রুবেল, মুরাদ আলমগীর, জনি, সুমন, জাহেদ, আজিজ, হোসেন, ইব্রাহিম, রফিক প্রমুখ।
আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার আশিয়ায় হাজী আবুল বশর ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দরিদ্র অসহায় আড়াইশ নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ ইফতার সামগ্রী বিরতণ করেন। ২৫০ পরিবারের মাঝে মুরগিসহ ছোলা, চিনি, পিয়াজ, আলু ও ছিড়া ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করেন। এ সময় আশিয়া হাজী আবুল বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবা ও রাজনীতিবিদ মোঃ বেলাল উদ্দিন বলেন, আমরা এ ফাউন্ডেশনের উদ্যোগে বিগত এক যুগেরও বেশী সময় ধরে এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতায় এ বছরও আমরা দরিদ্র নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা ও পরিবারের সদস্য হাজী মোঃ হেলাল উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
চকবাজার থানা ছাত্রদল : চট্টগ্রাম নগরের চকবাজার থানা ছাত্রদলের পক্ষ থেকে দারুস সালাহ হাফিজিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর হেলালের নির্দেশে চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নগরীর যুব সংগঠক নুরুল আলম শিপু তত্ত্বাবধানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকীয় মর্যাদায় ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু–বৌদ্ধ ছাত্র ও যুব ফ্রন্টের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক প্রান্ত দাশ। এসময় বক্তারা দেশনেত্রীর রোগ মুক্তি কামনাসহ বিগত স্বৈরাচার আমলে গুম হওয়া নেতা কর্মী এবং জুলাই গনঅভ্যুথানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।