রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যা ইসলামের বারো মাসের মধ্যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই পবিত্র মাসে মুসলিমরা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতে মগ্ন থাকে। প্রতিদিন রোজা রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, কুরআন তেলাওয়াত, দান–সদকা এবং অন্যান্য নেক কাজের মাধ্যমে সওয়াব অর্জনের চেষ্টা করে। কিন্তু দুঃখজনকভাবে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার প্রবণতা অনেককে বিভ্রান্ত করছে। রমজানের পবিত্রতা রক্ষা করার পরিবর্তে অনেকে এটিকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করছে। নামাজরত অবস্থায় অশালীন আচরণ করা, ইফতার ও সেহরির ঘোষণা নিয়ে ব্যঙ্গ করা, তারাবিহ নামাজ নিয়ে কটূক্তি করা এসবই ইবাদতের প্রতি অবমাননা ও গুনাহের কাজ। অথচ একজন সচেতন ও দ্বীনদার মুসলমান কখনোই ইবাদত নিয়ে ঠাট্টা–বিদ্রুপ করতে পারে না।
এমন অনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ। তাই আসুন, আমরা রমজানের প্রকৃত মর্যাদা বুঝে যথাযথ সম্মান করি এবং ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে নিজেদের দূরে রাখি। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন।
মোহাম্মদ ছরোয়ার
শিক্ষার্থী,
সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম।