সমরাস্ত্রবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

১৯৭১ সালের এদিনে ঢাকার উত্তাল রাজপথে সেদিন ছিল এক ব্যতিক্রমধর্মী চিত্র। মাঝিমাল্লারা সব বৈঠা হাতে এদিনে রাজপথে নেমে আসে। সেদিনের রাজপথ ছিল মাঝিমাল্লাদের দখলে। সামরিক আইনের ১১৫ ধারা জারির প্রতিবাদে সেদিন বেসরকারি কর্মচারীরাও বিক্ষোভে ফেটে পড়েন। একাত্তরের এদিনে ‘ওশান হন্ডুরাস’ নামের সমরাস্ত্রবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করে। বন্দর শ্রমিকদের অসহযোগিতার কারণে সমরাস্ত্র খালাসের চেষ্টা করে ব্যর্থ হয় সামরিক জান্তারা। দেশের জনগণকে গণতান্ত্রিক অবস্থা থেকে বঞ্চিত করার প্রতিবাদে খ্যাতিম্যান শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁর ‘হেলাল ইমতিয়াজ’ খেতাব বর্জন করার ঘোষণা দেন। চার দফার পূর্বশর্ত মেনে নেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় সভাসমাবেশ ও শোভাযাত্রায় উত্তাল হয়ে ওঠে রাজপথ। বাঙালির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার কবিসাহিত্যিকরা ‘লেখক সংগ্রাম শিবির’ নামে একটি কমিটি গঠন করেন।

পূর্ববর্তী নিবন্ধকপার চিমনি রেস্টুরেন্টে রাজকীয় ইফতার ও ডিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা