জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে রানার্স ক্লাব চিটাগংয়ের ২০২৫–এর বার্ষিক উদযাপন। গতকাল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য পর্বতারোহণ ক্লাব “ভার্টিক্যাল ড্রিমার্স” এর প্রেসিডেন্ট ফোরহান জামান এবং উক্ত ক্লাবের সকল পুরাতন এবং নতুন সদস্যরা। ‘মাইলস সেভ স্মাইলস অ্যান্ড স্মাইলস প্রিজার্ভ মেমোরি’ এই প্রতিপাদ্য নিয়ে রানার্স ক্লাব এবার সংবর্ধনা জানিয়েছে উক্ত ক্লাব থেকে চট্টগ্রামের হয়ে প্রতিনিধিত্ব করা সদ্য সমাপ্ত হওয়া দেশের আলোচিত রানিং ইভেন্ট কোস্টাল আল্ট্রা ম্যারাথন ২০২৫–এ ৫০ কিমি দূরত্বের দৌড়ে সফলতার সাথে ফিনিশ লাইন স্পর্শ করা পাঁচ সদস্য বিকাশ কুসুম চক্রবর্তী, সন্জয় বোস, অভিজিৎ চৌধুরী, রাজীব চক্রবর্তী এবং শাওন চৌধুরীকে।
এছাড়া ও গত তিন সপ্তাহ আগে সমাপ্ত হওয়া বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট “ঢাকা ম্যারাথন ২০২৫” এ ফুল এবং হাফ ম্যারাথন ক্যাটাগরি তে অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রেখেছে সুজন দে,অসীম বিশ্বাস, বিপ্লব বড়ুয়া,শুভ আইচ,আলী আজগর এবং এনায়েত করিম। দৌড় বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং পূর্ব অভিজ্ঞতা শেয়ার করেছেন উপস্থিত থাকা ক্লাবের সদস্য রা এবং প্রধান অতিথি ফোরহান জামান। দৌড়ের চর্চার মাধ্যমে সমাজে সুস্থ ধারার চর্চা, সৌহার্দ্যবোধ এবং সুস্থ স্বাভাবিক থেকে নিজের চারপাশে থাকা মানুষদের কে দৌড় চর্চায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে “রানার্স ক্লাব চিটাগং” বিগত পাঁচ বছর ধরে মাঠে আছে। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে ম্যারাথন ইভেন্টে ও অংশগ্রহণ করে চট্টগ্রাম তথা বাংলাদেশ এর প্রতিনিধিত্ব ও করেছে উক্ত ক্লাবের সদস্যরা। সমপ্রতি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কজিওস্কো তে ৭০০ মিটার এলিভেশনে টঞগই আয়োজিত ৩২ কিমি ট্রেইল রানে অংশগ্রহণ করে রানার্স ক্লাব চিটাগাং এর হয়ে প্রতিনিধিত্ব করেছে ক্লাবের অন্যতম রানার পঙ্কজ সাথে স্বাক্ষর রেখেছে দূর্দান্ত টাইমিং এর। উল্লেখ্য ক্লাব থেকে অরুন চক্রবর্তী,সুমন সাহা, জাফরুল, রামপ্রসাদ, ইমরানুল, ভাস্কর চৌধুরী, সুমন ঘোষ, রুপাল বড়ুয়া, সন্চায়ন চৌধুরী, জোশিও পলাশ, রাজীব দাস, সুব্রত নাথ এবং দীপক দীপু পূর্বে সফলতার সাথে সমাপ্ত করেছে ভার্টিক্যাল ডির্মাস আল্ট্রা এবং রাজকান্দি আল্ট্রা ছাড়া ও দেশের অভ্যন্তরে আয়োজিত আরো বেশ হাফ ম্যারাথন কিছু ইভেন্ট।আগামী সিজনের আগেই আরো নতুন রানার সৃষ্টির লক্ষ্য এবং উক্ত গ্রুপ থেকে আরো আল্ট্রা রানার তৈরির প্রত্যায় ও গ্রুপের যেসব সদস্য দেশের বাইরে থেকে ও প্রতিদিন তাদের রানিং এক্টিভিটিস এর মাধ্যমে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের সদস্য রাজীব চক্রবর্তীর সমাপনী বক্তব্যের মাধ্যমের শেষ হয় রানার্স ক্লাব এর এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।