যৌথ বাহিনীর অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো বাঁধ

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু সম্মিলিতভাবে বন বিভাগের মালিকানাধীন উপকূলীয় প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ কালে বন বিভাগ সহ যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে নির্মাণাধীন চিংড়ি ঘরের বাঁধ। গত ১১ মার্চ দুপুরে উপজেলার শাপলাপুর বারিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বন বিভাগের মহেশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী জানান, ১১ মার্চ মহেশখালী উপজেলার শাপলাপুরের বারিয়াপাড়া গ্রামের পূর্বদিকে বন বিভাগের মালিকানাধীন উপকূলীয় প্যারাবন কেটে চিংড়ী ঘের করছে স্থানীয় একদল প্রভাবশালী ভূমিদস্যু। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সহকর্মী ও যৌথবাহিনী সমন্বয়ে গঠিত টিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভূমি দস্যদের নির্মিত বাঁধ গুলো স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কারা এসব প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণের চেষ্টা করছে তা তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধার করে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রোটারি সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল