হারিয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধার করে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

দুবাই থেকে আগত যাত্রীর হারিয়ে ফেলা পাসপোর্ট উদ্ধার করে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ১১ মার্চ বিমানবন্দরের কার পার্কিং এলাকায় হারিয়ে ফেলা পাসপোর্টটি গতকাল বুধবার উদ্ধার করে যাত্রী নুরুল আমিনকে বুঝিয়ে দেয়া হয়। সূত্র জানিয়েছে, রাউজানের গহিরার দলই নগর গ্রামের নুরুল ইসলামের পুত্র

নুরুল আমিন গত ১১ মার্চ সন্ধ্যায় ইউএসবাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস৩৪৪ যোগে দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছান। মায়ের জানাজা অংশ নিতে তড়িঘড়ি করে গাড়িতে উঠার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় দুইটি পুরানোসহ মোট তিনটি পাসপোর্ট ফেলে দিয়ে চলে যান। পাসপোর্ট হারানোর বিষয়টি গতকাল সকাল ৮ টা পর্যন্ত তিনি জানতেন না। বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীমের টহলকারী টিম পার্কিং এলাকার একটি ট্রলির উপর পাসপোর্টগুলো দেখতে পেয়ে উদ্ধার করেন এবং পাসপোর্ট থেকে নম্বর সংগ্রহ করে যাত্রী মোহাম্মদ নুরুল আমিনকে অবহিত করেন। পরবর্তীতে যাত্রী বিমানবন্দরে এসে তার পাসপোর্ট বুঝে নেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় লুট হওয়া সেগুন কাঠের আংশিক উদ্ধার
পরবর্তী নিবন্ধযৌথ বাহিনীর অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো বাঁধ