সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ফসলি জমির উপরিভাগ টপসয়েল কেটে মাটি পাচারের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম জয়নুল আবেদীন আরফাত (৩০)

গত সোমবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়ার বণিকপাড়া ও সত্যপীরের দরগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় মোহাম্মদুল হকের ছেলে জয়নুল আবেদীন আরফাত কেঁওচিয়ার বণিকপাড়া ও সত্যপীরের দরগা এলাকায় ফসলী জমির উপরিভাগ কেটে মাটি পাচার করছিল। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় জয়নুল আবেদীন আরফাতের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় তাকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মিল্টন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় জয়নুল আবেদীন আরফাত নামের এক ব্যক্তিকে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে আটক করা হয় এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাহবাগীদের বিচার চেয়ে ইনসাফ মঞ্চের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় লুট হওয়া সেগুন কাঠের আংশিক উদ্ধার