হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারীফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গত ১২ মার্চ হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রূহানী আম্মাজান (রাহ.) এর ঈসালে ছাওয়াব উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতিষ্ঠিত এই তরিক্বতের শিক্ষা হলো আত্মশুদ্ধি অর্জন করা, তাকওয়া অবলম্বন করা, জীবনের সর্বস্তরে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকা। সারা জীবন ধরে তিনি রাসূলে পাক (.) এর বাতেনী নূর মোবারকের ছিনাছিনা তাওয়াজ্জুহ প্রদান ও ফয়জে কোরআনের তথা কোরআনের নূর বিতরণের মাধ্যমে মানুষের অন্ধকার ক্বলবকে আলোকিত করে হেদায়তের পথে পরিচালিত করেছেন। বর্তমানে তাঁরই একমাত্র খলিফা আওলাদে রাসূল (.), মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর অপরিসীম ত্যাগ ও কঠোর সাধনার বিনিময়ে হেদায়াতের এই ধারা আজও স্বমহিমায় অব্যাহত রয়েছে।

চবি সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটির মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সল। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান পাঁচলাইশে গ্রেপ্তার