চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা কাসেম আলী মিয়াজী সিকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ২২ পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে সংস্থাটি গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সমন্বয়কারী রুবেল হাসান, এলাকা ব্যবস্থাপক (চকরিয়া) আব্দুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ্ মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা মো. আজিজুল হক, পুলিশের এসআই মো. ইদ্রিস, ফায়ার সার্ভিসের প্রতিনিধি রুহুল আমিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুল বশর, যুবদল নেতা আবু বক্কর ছিদ্দিক ও রেজাউল করিম প্রমুখ। এ সময় সংস্থাটির কর্মকর্তারা গত সোমবার সংঘটিত অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া পরিবারগুলো যাতে দুঃসময় কাটিয়ে উঠতে পারে সেজন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।