রাঙামাটিতে ৮৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটিতে আগামী ১৫ মার্চ শনিবার ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। গতকাল বুধবার বিকেল ৪টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, এবারে পুরো রাঙামাটি জেলায় ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি আরও বলেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে। এসব দুর্গম এলাকাগুলোতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। যথাসময়ে দুর্গম এলাকার শিশুদেরকেও এসব ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।সংবাদ সম্মেলনে রাঙামাটির সিভিল সার্জনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধরিসিভার নয়, নিজস্ব তত্ত্বাবধানে চলবে বেক্সিমকো গ্রুপ : হাই কোর্ট