চমেক হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ২:১৫ অপরাহ্ণ

পাঁচদফা দাবিতে সারাদেশের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের সাথে মেডিকেলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচিতে নেমেছেন। তবে হাসপাতালের বিভিন্ন বিভাগে সিনিয়র চিকিৎসকরা তাদের সেবা কার্যক্রম চালু রেখেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

এই কর্মবিরতির কারণে আজ বুধবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন বিপাকে।

কেবল বহির্বিভাগে নয়, হাসপাতালের জরুরি বিভাগেও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এই কর্মসূচিতে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, “হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।“

তবে জরুরি বিভাগসহ অন্যান্য বিশেষ সেবা চালু রয়েছে জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন ওয়ার্ডে অন্যান্য সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন, সে কারণে তেমন সমস্যা হচ্ছে না। এছাড়া আইসিইউ সেবাও চালু আছে।” খবর বিডিনিউজের।

আন্দোলনকারীদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, “বিডিএস ও এমবিবিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে নাসহ পাঁচদফা দাবিতে সারাদেশের মত আমরা চট্টগ্রাম মেডিকেলেও কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছি। কর্মবিরতি হলেও জরুরি সেবা বিশেষ করে আইসিইউ, সিসিইউসহ প্রয়োজনীয় সেবা চালু আছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও নগরীর মা ও শিশু হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, মেরিন সিটি এবং সাউদার্ন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরাও এ কর্মসূচি পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে প্রকল্প কর্মকর্তার ওপর হামলাকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা আটক