আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

| বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১২:৩৮ অপরাহ্ণ

ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদরিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুতার্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে অভিযোগে আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। খবর বিডিনিউজের।

হংকং থেকে দেশে ফেরার পর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্টকে ম্যানিলা বিমানবন্দর থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, জানিয়েছে বিবিসি। দুতার্তে যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে হওয়া মাদকবিরোধী অভিযানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছিল। গ্রেপ্তার হতে পারেন, এমন সম্ভাবনার প্রেক্ষিতে ৭৯ বছর বয়সী এ সাবেক প্রেসিডেন্ট আগেই বলেছিলেন, তিনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত। গ্রেপ্তারের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, কী অপরাধ করেছি আমি? ফিলিপিন্সের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক জোট (আইসিএইচআরপি) গ্রেপ্তারকে ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছে। নৈতিক জগতের বৃত্ত দীর্ঘ, কিন্তু আজ এটি ন্যায়বিচারের দিকে হেলেছে। যে গণহত্যা দিয়ে দুতার্তের শাসনকালকে বোঝা যাবে তার জবাবদিহিতা নিশ্চিতের শুরু এই গ্রেপ্তার, বলেছেন আইসিএইচআরপির চেয়ারপারসন পিটার মারফি। তবে দুতার্তের প্রেসিডেন্টকালীন সাবেক মুখপাত্র সালভাদর পানেলো গ্রেপ্তারের কড়া সমালোচনা করে বলেছেন, ফিলিপিন্স আগেই আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় গ্রেপ্তার বেআইনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠককে সামনে রেখে সৌদি আরবে জেলেনস্কি
পরবর্তী নিবন্ধট্যাংকার-জাহাজ সংঘর্ষ : পণ্যবাহী জাহাজে ছিল বিষাক্ত রাসায়নিক