চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১১.৯২ কোটি টাকা। ২,০২১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.০৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৫.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫০২.০৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৫.৫৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৫.৪৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০১৮.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,৭৯৯.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০২ টির, দাম কমেছে ৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।