বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যারা বিএনপির প্রতি নিঃস্বার্থভাবে আজীবন ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন তাদের প্রতি রাজনৈতিক সচেতন ব্যক্তিদের দায়বদ্ধতা রয়েছে। তাদের অবদান ভুলে গেলে চলবে না। যারা গণমানুষের অবদানকে অস্বীকার করে তারা একসময় মানুষের মন থেকে হারিয়ে যায়। মরহুম মনির আহমদ সমাজের আলোকিত ও জাতীয়তাবাদী চেতনার একজন মানুষ ছিলেন বলে উল্লেখ করেন মীর হেলাল। তিনি গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের পিতা মরহুম মনির আহমদের নামাজে জনাযায় এসব কথা বলেন। মরহুমের বাড়ি আনোয়ারা ৩নং রায়পুর হাজী পাড়া মাঠে বাদে যোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, মনির আহমদের মতো মানুষের ভালোবাসা ও সমর্থন ছিলো বলেই বিএনপি আজ দেশের অন্যতম শক্তিশালী ও বৃহত্তর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। নামাজে জানাজায় আরো উপস্থিত ছিলেন, এস এম মামুন মিয়া, হাজী ওসমান, মাস্টার রফিক, মনজুর আলম তালুকদার, শরিফুল ইসলাম তুহিন, সরোয়ার হোসেন মাসুদ, শেফায়ত উল্লাহ চক্ষু, ইফতেখার উদ্দিন, সালাউদ্দিন চৌধুরী সোহেল, শফিকুল ইসলাম শাহীন, আল মামুন সাদ্দাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।