কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে। গেল ৪ মার্চ সাগর–রুনি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মামলাটি তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক বলেন, এখনও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে শিগগির তাকে জিজ্ঞাসাবাদ করে হবে।
মঙ্গলবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রূপাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম। তিনি বলেন, মামলার তদন্ত অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক এ মামলায় ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ ফেব্রুয়ারি আদলতে আবেদন করেন। ৪ মার্চ ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।