হাটহাজারীতে ৪ জনকে কারাদণ্ড

মাদক সেবন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার কড়িয়ার দিঘীরপাড় এলাকার মো. রুবেল (২৫), পৌরসভার চন্দ্রপুর গ্রামের রাখাল বনিক (৩১), পৌরসভার আদর্শ গ্রামের আব্দুল আজিজ (৩৪) ও সিলেট জেলার জাফলংয়ের রোহিঙ্গাহাট এলাকার মো. জহিরুল ইসলাম (৩৭)

অভিযান সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিক্তিতে পৌরসভার আব্বাসিয়ারপুল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী সার্কেলের পরিদর্শক এসএম আলম খাঁনের সহযোগিতায় উল্লেখিত চারজনকে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনে দুপুরে বসতবাড়িতে হামলা, মালামাল লুট
পরবর্তী নিবন্ধজহুরুল হক চৌধুরী