কেউ কারো নয়

ছাবের আহমদ চৌধুরী | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এক আল্লাহতায়ালা ছাড়া দ্বিতীয় কারোই উপর ভরসা করা যাবে না। আল্লাহ মহান ও অদ্বিতীয়। অনেক দিন আগের কথা, এক গ্রামে একজন কৃষক বসবাস করত। একদিন তাঁর আগ্রহ হলো একজন ভালো পীরের মুরিদ হবে। তখন সে পীরের সন্ধানে ঘর থেকে বের হয়ে এক জংগলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঐ জঙ্গলে এক ডাকাত সর্দার বসবাস করত। ডাকাত সর্দারের ইচ্ছা হলো আমিতো প্রত্যেক দিন ডাকাতি করি, আজ থেকে ডাকাতি করবো না, যদি কাউকে পাওয়া যায় তাকে একটি ভালো উপদেশ দিব, সে মুহূর্তে ঐ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কৃষক লোকটি, ডাকাত সর্দার তাঁকে দেখে বলে তুমি কোথায় যাচ্ছ, লোকটা বলে আমি একজন ভালো পীরের সন্ধানে যাচ্ছি, ডাকাত সর্দার বলে আমিইত ভালো পীর, তুমি আমার কাছে মুরিদ হও এবং আমার শিষ্যত্ব গ্রহণ কর, কৃষক ডাকাত পীরের কাছে ছবক নিল, পীর সাহেব কৃষককে একটি জিকির পড়তে বলে, জিকিরটা হলো ‘ক্যায়ার ক্যায়াই ন’, ‘ক্যায়ার ক্যায়াই ন’ কৃষক ছবক নিয়ে বাড়িতে ফিরে এলো, প্রত্যেক দিন হাঁটতে, বসতে, ঘুমাতে, জমিতে হাল চষতে গেলে পীর সাহেবের জিকিরটি সারাক্ষণ পড়ে। তখন বউ, ছেলে, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিবেশী কৃষক লোকটিকে চাপ সৃষ্টি করে বলে, তোমার পীরের কাছে গিয়ে জিকিরটি পরিবর্তন করে, আরেকটি জিকির দিতে বল, কৃষক পীরের কাছে ছবক বদলাতে গেল, পীর চবক পরিবর্তন করে দিল না, পীর বললো তুমি সকাল বেলা কী কাজ কর? কৃষক বলল আমি সকালে হাল নিয়ে জমিতে চাষ করতে যাই। তখন পীর সাহেব বলল কাল সকালে হাল নিয়ে তুমি বিলে যাবে, ১০টার সময় হঠাৎ তুমি বেহুশ হয়ে জমিতে পড়ে যাবে, তখন বাড়ির লোকজন তোমাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসলে যত ডাক্তার/বৈদ্য চিকিৎসা করুক তুমি হুঁশ না হওয়ার ভান ধরে থাকবে, সকাল ১১ টায় আমি তোমার বাড়িতে আসব, পীর সাহেব বাড়িতে এসে দেখে সবাই কান্না করছে, কান্নাকাটি করে বলছে আল্লাহ তুমি আমার জানটুকু নিয়ে যাও, তবু আমার বন্ধুর জানটা ফিরিয়ে দাও, বউ, শ্বশুর, শাশুড়ি, ছেলে, মেয়ে, পাড়াপ্রতিবেশী সবাই কান্না করে বলছে আমাদের জানটা নিয়ে যাও, তবুও কৃষকের জানটা ফিরিয়ে দাও। পীর সাহেব কৃষকের হাতের শিরা ধরে বলে লোকটা এই মুহূর্তে মারা যাবে, তবে জানের বদলে জান দেওয়ার কেউ থাকলে আল্লার কাছ থেকে জানটা ফিরিয়ে নিতে পারব।

পীর সাহেব প্রথম কৃষকের বউকে ডাকল তোমার জানটা দিতে পারবে তোমার স্বামীর জন্য, তখন বউ বলল ঠিক আছে আমার স্বামীর জন্য আমার জান দেব। তখন বউ বলে হুজুর আমি আসছি, এই বলে বউ বদনা নিয়ে পায়খানায় যাওয়ার কথা বলে, পিছন দরজা দিয়ে চলে যায়। আর হুজুরের পাশে আসেনি। এভাবে সবাই এক এক করে চলে যায় তখন পাশে কেউ নাই। তখন পীর সাহেব বলে তুমি চোখ খুলো, আমার চবক ঠিক আছে? কৃষক বলে হুজুর আপনার চবক ঠিক আছে। এই দুনিয়াতে কেউ কারো নয়।

পূর্ববর্তী নিবন্ধজেব্রা ক্রসিং-এর গুরুত্ব বৃদ্ধি করা হোক
পরবর্তী নিবন্ধঅনলাইন আসক্তি শিক্ষার্থীদের পড়ালেখার সবচেয়ে বড় অন্তরায়