তারা যমীনে ফ্যাসাদ ছড়াবে এবং মূসা তোমাকে ও তোমার স্থাপিত দেবতাগুলোকে বর্জন করবে?
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১২৭) সূরা আল–আ’রাফ।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সুরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা করা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদিস (বায়হাকী)।
অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই।
– মলিয়ের।