নগরীর চকবাজার ও ২ নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্সের ১০টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ, মোড়কজাত করার নিয়ম যথাযথ অনুসরণ না করা ও পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার পৃথক দুটি অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, চকবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। কর্ণফুলী কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, তামজীদুর রহমান ও ইজাহারুল আহম্মেদ শিহাব। অভিযানে বিভিন্ন হোটেল–রেস্তোরাঁ, মুদি দোকান, তেলের দোকান, কাঁচাবাজার, ফলের দোকান এবং মাংসের দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাত করার নিয়ম যথাযথ অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ১২ হাজার টাকা এবং কর্ণফুলী কমপ্লেক্সে ৬টি প্রতিষ্ঠানকে ৬টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের এমন অভিযান পুরো রমজানে চলমান থাকবে।