রাউজানে নিজ অফিসে হামলার শিকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা (৪২) হামলার শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তার নিজ অফিসে এ হামলা করা হয়। হামলাকারীর নাম শহীদুল ইসলাম। সে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দিকা বলেন, আমি রাউজানে যোগদান করার পর থেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে সন্ত্রাসী শহীদ আমার অফিসে বার বার আসতেন নানা রকম ধান্ধাবাজির কাজে। দাবি করতেন তিনি স্বৈরচারের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। নিজকে প্রতিষ্ঠিত করতে তাকে প্রকল্প কাজ দিতে হবে। আমি তাকে বার বার বুঝানোর চেষ্টা করেছি, সরকারি নীতিমালার বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তাকে পরামর্শ দিই কিছু বলার থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে গিয়ে বলতে। এ কারণে তিনি আমার উপর ক্ষুব্ধ হয়ে একাধিকবার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ এই সন্ত্রাসী অফিসে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আমার মাথায় চেয়ার ছুড়ে মারে। ভাগ্যক্রমে চেয়ার মাথায় না পড়ায় আমি বেঁচে যাই। হামলার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, সরকারি দপ্তরে প্রবেশ করে একজন কর্মকর্তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওপর হালমার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, অভিযুক্ত শহীদ বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো পদে নেই।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত