অ্যাশ সাইলোর পরিদর্শন দরজা খুলে ফ্লাই অ্যাশ নির্গত

বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র ধোঁয়ার কারণে আতংক, পরিস্থিতি এখন স্বাভাবিক

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় ৬০৬ একর জমিতে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টটি গড়ে উঠেছে। গত ১০ মার্চ বিকালে পাওয়ার প্ল্যান্টের ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে গেলে ফ্লাই অ্যাশ বের হয়ে আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয় মানুষের মাঝে আতংক ছড়ায় এবং তারা ক্ষোভ প্রকাশ করেন।

তবে এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ জানায়, ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ায় কিছু অ্যাশ বাইরে নির্গত হয়। এতে বিষাক্ত কিছু নেই। কর্তৃপক্ষ অ্যাশ নির্গমন ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বন্ধ করে দেয়। এরপর বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়। এ প্রসঙ্গে এসএস পাওয়ার লিমিটেডের চিফ কোঅর্ডিনেটর ফয়জুর রহমান বলেন, ১০ মার্চ বিকাল ৪টা ২৭ মিনিটে ফ্লাই অ্যাশ সরবরাহ করার সময় অ্যাশ সাইলোর একটি পরিদর্শন দরজা খুলে যাওয়ার ফলে কিছু অ্যাশ বাইরে নির্গত হয়। যা কোনো ধোঁয়া বা বিষাক্ত কিছু নয়। কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে অ্যাশ নির্গমন বন্ধ করে দেয়। এটা ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। এরপর থেকে বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৬০ কোটি টাকায় কেনা, ৩৮ বছরে আয় ১৫৩৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৭ জন, জিয়ার পুরস্কার পুনর্বহাল