সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল লরি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ২:৩৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডের ফকির হাট বাজারের পশ্চিমে ডালাস পাম্পের একটু পরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ ঘটনায় লরি চালক ও হেল্পার আহত হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মবিন বলেন, সকালের দিকে রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় চালক, হেলপার আহত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৪ মাদকসেবিকে কারাদণ্ড