নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান ও উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি। নবম আসরের ফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হারে নিউজিল্যান্ড। কিন্তু এই আসরে নিউজিল্যান্ডের হয়ে ৪ ইনিংসে ২টি সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৬৩ রান করেছেন রাচিন। তার গড় ৬৫.৭৫ ও স্ট্রাইক রেট ১০৬.৪৭। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ১১২ ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলেন রাচিন। ব্যাট হাতে সর্বোচ্চ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাচিন। তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই বাঁ–হাতি ক্রিকেটার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারতের শ্রেয়াস আইয়ার। ৫ ইনিংসে ২টি হাফ–সেঞ্চুরিতে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করেন তিনি। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান ভারতের জয়ে বড় অবদান রাখে। তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ রান করেছেন দুই ইংলিশ ব্যাটার বেন ডাকেট ও জো রুট। ডাকেট ২২৭ ও রুট ২২৫ রান করেন। রান বিবেচনায় শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে পঞ্চমস্থানে আছেন ভারতের বিরাট কোহলি। ৫ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ–সেঞ্চুরিতে ২১৮ রান করেছেন তিনি। বোলারদের তালিকায় সর্বোচ্চ ১০ উইকেট নেন পেসার হেনরি। ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি তিনি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট শিকার, টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ যৌথভাবে ৯টি করে উইকেট শিকার করেন ভারতের বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ সামি ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। এরপর ৮ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।