আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৯৭টি সম্পত্তির ৩৩ হাজার ২১৬ দশমিক ৪২ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব গতকাল সোমবার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, ঢাকা ও চট্টগ্রামের এসব জমি ক্রোকের জন্য দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে আবেদন করেন। খবর বিডিনিউজের।
আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে।তাতে দেখা গেছে, তারা বিভিন্ন ব্যাংক থেকে ‘অনিয়মের মাধ্যমে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং দেশে–বিদেশে বিপুল সম্পদ অর্জন’ করেছেন। তারা এসব সম্পদ হস্তান্তর বা সরিয়ে ফেলার চেষ্টা করছেন। যদি তদন্ত শেষ হওয়ার আগে এই সম্পদ স্থানান্তরিত হয়ে যায়, তাহলে তা উদ্ধার করা কঠিন হবে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অবিলম্বে ক্রোক করা জরুরি। এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।












