কক্সবাজারের চকরিয়ায় আরমানুল ইসলাম শান্ত (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। বাড়ির উঠানের গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই তরুণ। পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ছয়টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া থমতলা এলাকায় মৃত সেলিম উদ্দিনের বাড়ির উঠানের গাছে ওই যুবকের মরদেহ ঝুলছিল। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আত্মহত্যাকারী যুবক আরমানুল ইসলাম শান্ত ওই এলাকার মৃত সেলিম উদ্দিনের পুত্র। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করেন।
ফেসবুকে গত তিন দিন আগে থেকে একাধিকবার পোস্ট করেন নিহত শান্ত। তিন দিন আগে স্ট্যাটাস দেন, ‘আমি আমার মত চলবো, চলার স্বাধীনতা চাই, আমার বিষয়ে বিচার আসলে কেউ কিছুই বলতে পারে না।’ তার লাশ উদ্ধারের ১১ ঘণ্টা আগে লেখেন, ‘আসলেই মারা গেলে ভাল হবে। হে আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুলে নাও, আর বাঁচতে চাই না।’ এর দুই ঘণ্টা পরে লেখেন, ‘আমি খারাপ না, এই দুনিয়ায় না থাকলে চলবে।’
চকরিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) মো. সোহরাব সাকিব বলেন, আত্মহত্যাকারী শান্তর বড় ভাই সাইফুল ইসলাম কাউকে ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী না করে অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।