নগরীর কল্লোল সুপার মার্কেটের ছাদে আগুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে কল্লোল সুপার মার্কেট ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা পৌঁছে আগুন নির্বাপণ করেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে হিলভিউ সড়কের মিমি সুপার মার্কেট সংলগ্ন ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

এ সময় পুরো মার্কেট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইফতারের পর মার্কেট জুড়ে ক্রেতাদের ভিড় ছিল। ছাদের উপর আগুন লাগার খবরে মার্কেটের ক্রেতাবিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ক্রেতারা হুমড়ি খেয়ে মার্কেট থেকে বের হয়ে পড়েন।

আগুন নির্বাপণের কাজে নেতৃত্ব দেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম হোসেন। তিনি জানান, ৪ তলা কল্লোল সুপার মার্কেটের ছাদে একটি টিনসেটের গোডাউনে জুট জাতীয় পরিত্যক্ত মালামালে আগুন লাগে। প্রাথমিকভাবে জলন্ত বিড়িসিগারেটের আগুন থেকে এটির সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ৭টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৭টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরাঙামাটির বরকলে ২০০ যাত্রী নিয়ে ডুবল লঞ্চ